যশোরে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদত্যাগ

Share

যশোর অফিস
দলীয় নেতাদের বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ তুলে গণ অধিকার পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ ফরহাদ রহমান মুন্না পদত্যাগ করেছেন। রোববার (১৭ আগস্ট) তিনি ফেসবুকে পোস্ট দিয়ে এ ঘোষণা দেন।
মুন্না অভিযোগ করেন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল ও জেলা সভাপতি আশিকুর রহমান অর্থের বিনিময়ে নিষিদ্ধ শ্রমিক লীগের নেতা গাজী মো. আবুল কালামকে জেলা কমিটিতে সিনিয়র সহসভাপতি করেছেন। তিনি বলেন, “এটি দলের নীতি-নৈতিকতার পরিপন্থী।”
তবে জেলা সভাপতি আশিকুর রহমান ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল অভিযোগ অস্বীকার করে জানান, কমিটি কেন্দ্রীয়ভাবে অনুমোদিত হয় এবং অর্থ লেনদেনের প্রশ্নই ওঠে না।
আগামী ২২ আগস্ট যশোরে গণ অধিকার পরিষদের গণসমাবেশকে কেন্দ্র করে এই পদত্যাগে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে।

Read more