কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-প্রিজন) আবু তালেবের ইন্তেকাল

Share

যশোর অফিস
যশোর কেন্দ্রীয় কারাগারের সাবেক জেলার ও বর্তমানে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-প্রিজন) পদে কর্মরত কর্মকর্তা আবু তালেব ইন্তেকাল করেছেন। রোববার ভোরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল পঞ্চাশের ঘরে।
দীর্ঘ কর্মজীবনে আবু তালেব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সহকর্মীদের কাছে তিনি ছিলেন অমায়িক, সহজ-সরল ও পরোপকারী এক মানুষ। সর্বশেষ তিনি কারা অধিদপ্তরের হেডকোয়ার্টারে এআইজি (প্রিজন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আবু তালেবের গ্রামের বাড়ি নড়াইল জেলার লোহাগড়ায়। শৈশব থেকেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে ওঠা এই কর্মকর্তা ছাত্রজীবনে এক সময় আর্থিক সংকটে পড়েন। তবে যশোর এম এম কলেজে পড়াশোনার সময় এক ছাত্রনেতার সহযোগিতায় তিনি নতুনভাবে এগিয়ে যাওয়ার সুযোগ পান। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করার পর তিনি তৎকালীন ডেপুটি জেলার পদে যোগ দেন। ধাপে ধাপে পদোন্নতি পেয়ে জেলার এবং পরবর্তীতে এআইজি পদে উন্নীত হন।
তাঁর হঠাৎ মৃত্যুতে কারা প্রশাসনসহ সহকর্মী কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবার,বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Read more