যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নামা নারী নিহত

Share

যশোর প্রতিনিধি: প্রতিকী ছবি
যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নামা (৬০) এক মানুষিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে শহরের রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এস আই) জাহাঙ্গীর আলম বলেন,যশোর রেল স্টেশনের প্ল্যাটফর্মের পশ্চিম পাশে রেলগেট এলাকায় খুলনা গামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে রোববার ভোর সাড়ে ৪টার দিকে  অজ্ঞাত নামা নারী ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হয়। রেলওয়ে স্টেশনের কর্তব্যরত পুলিশ অজ্ঞাতামা ওই নারীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করে মর্গে পাঠায়। পরবর্তীতে যশোর পিবিআই পুলিশ হাসপাতালের মর্গে এসে অজ্ঞাতনামা মানুষিক প্রতিবন্ধী নারীর আঙ্গুলের ছাপ গ্রহণ করোতো পরিচয় শনাক্তের কার্যক্রম অব্যাহত আছে।
যশোর পিবিআইর পুলিশ সুপার (এসপি) রেশমা শারমিন জানান, পরিচয় শনাক্ত হলে জানানো হবে।

Read more