যশোর এম এম কলেজের নৈশ প্রহরীর বাড়িতে চুরির ঘটনায় থানায় মামলা

Share

যশোর অফিস 
যশোর এমএম কলেজের নৈশ প্রহরীর ভাড়া বাড়িতে চুরির ঘটনার এক সপ্তাহ পর কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন নৈশ প্রহরী আব্দুল লতিফের স্ত্রী উম্মে সালমা (৫২)।
এজাহারে তিনি উল্লেখ করেছেন, তার স্বামী আব্দুল লতিফ এমএম কলেজে প্রতিদিন বিকেলে চাকরিতে যান এবং পরদিন সকালে ফিরে আসেন। তারা যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের একটি বাড়ির দোতলায় বসবাস করেন। গত ২৩ জুলাই সকাল ১০টার দিকে পরিবারের অন্যান্য সদস্যরা ঢাকায় যান। গত ৬ আগস্ট আব্দুল লতিফ বিকেলে দরজায় তালা মেরে কলেজে যান। পরদিন সকালে বাড়িতে ফিরে দেখেন দরজার তালা ভাঙ্গা। ভোর সাড়ে ৫টার দিকে ভেতর থেকে লককরা দেখতেন পান। সে সময় ওই ভবনের অন্যান্যদের সহয়াতায় ধাক্কাধাক্কির এক পর্যায়ে দরজা এমনিতেই খুলে যায়। কিন্তু ঘরের মধ্যে ঢুকে দেখেন ভেন্টিলেটার দিয়ে এক যুবক পালিয়ে যাচ্ছে। তাকে ধারার চেষ্টা করেও ব্যার্থ হন। পরে দেখেন আলমারিতে রাখা নগদ ১ লাখ ৮০ হাজার টাকা এবং তিন ভরি সোনার গহনা নেই। সব মিলিয়ে ৬ লাখ ২০ হাজার টাকার মালামাল অজ্ঞাত চোর চুরি করে নিয়ে গেছে।
আব্দুল লতিফের ছেলে সোহাগ জানিয়েছেন, তিনি ওই ভবনের তিনতলায় থাকেন। গত বছরের এই আগষ্টে তার বাড়িতেও চুরি হয়েছিল। তিনি থানায় অভিযোগ দিলেও কোন কাজ হয়নি।

Read more