যশোর অফিস
যশোরে বিএনপির পার্টি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় দুই যুবককে আটক করেছে পুলিশ। তারা হলেন চাঁচড়া নিদীর পশ্চিমপাড় এলাকার বাদশা ফয়সালের ছেলে নিরব সাদেকিন এবং চাঁচড়া চেকপোস্ট এলাকার নাজিম উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম রাহুল। বুধবার দুপুর ১২টায় শহরের দড়াটানা থেকে তাদের আটক করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মেহেদী হাসান জানান, তারা আওয়ামী লীগের সক্রিয় সদস্য। বর্তমানে তারা একত্রিত হয়ে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন ধরনের সভা-সেমিনার করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। এছাড়া তদন্তে উঠে এসেছে, গত বছরের ৪ আগস্ট যশোরে বিএনপির পার্টি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তারা জড়িত ছিলেন। বুধবার বিকেলে ওই ঘটনায় দায়ের করা মামলায় তাদের আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।