যশোর অফিস
যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে বাগানে নিয়ে ধর্ষণ ও রাস্তায় ফেলে রাখার অভিযোগে এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক যুবকের নাম সোহাগ হোসেন। তিনি যশোর সদর উপজেলার সাড়াপোল গ্রামের আশরাফ সরদারের ছেলে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
মামলায় তিনি উল্লেখ করেন, সোহাগের সঙ্গে তার মেয়ের মাদ্রাসায় যাওয়া-আসার পথে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। গত ১০ আগস্ট ওই ছাত্রী বিকেল পাঁচটার দিকে কোচিং শেষে বাড়ি ফিরছিল। এ সময় আসামি সোহাগ তার বাড়ির পাশের একটি আমবাগানে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে তাকে নানা ভয়ভীতিও দেখায়। পরের দিন আবারও সোহাগ নিজের বাড়িতে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে। এরপর ওই ছাত্রীকে দুপুরে রাস্তায় ফেলে রাখে। পরে পরিবারের সদস্যরা বিকেলে তাকে উদ্ধার করেন একই সাথে বিষয়টি থানাকে অবগত করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিনারা আলম জানান, মাদ্রাসার ও শিক্ষার্থী সপ্তম শ্রেণীতে অধ্যানরত। তিনি বলেন, বুধবার সকালে নিজ বাড়ি থেকে সোহাগকে আটক করা হয়। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।