যশোরে যুবকের বিরুদ্ধে ৭০ বছরের বৃদ্ধ ফুফুকে ধর্ষণের অভিযোগ!

Share

যশোর অফিস 
যশোরে ৭০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তার স্বজনদের দাবি ওই বৃদ্ধার চাচাতো ভাইয়ের ১৬ বছর বয়সী ছেলে মুখে কাপড় গুজে ও হাত বেঁধে তাকে ধর্ষণ করেছে। নির্যাতিত ওই বৃদ্ধাকে বুধবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ১০ আগস্ট যশোর সদর উপজেলার হাটবিলা জামতলা গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।অভিযুক্ত রাফিদ হাসান ওই গ্রামের হায়দার আলীর ছেলে।
নির্যাতিত বৃদ্ধার আপন ভাইপো হাসিবুল হাসান শান্ত জানান, তার ফুফু (আনোয়ারা বেগম) স্ট্রোক করায় শয্যাশায়ী। বিছানায় প্রস্রাব পায়খানা করায় তাকে বাড়ির বারান্দায় একটি খাটে রাখা হয়। গত ১০ আগস্ট গভীর রাতে তাকে তার চাচাতো ভাইয়ের ছেলে ১৬ বছর বয়সী রাফিদ হাসান মুখে কাপড় গুজে ও হাত বেঁধে তাকে ধর্ষণ করে।
হাসিবুল হাসান শান্ত বলেন, আমার মা ঘটনার সময় রাফিদ হাসানকে হাতেনাতে ধরে ফেলে এবং তার পরিবারকে জানান।এরপর বিষয়টি ধামাচাপা দিতে চাপ প্রয়োগ করা হয়। গতকাল বিষয়টি জানার পর আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানাই এবং আজ বুধবার দুপুর ১২টার দিকে ফুফুকে হাসপাতালে ভর্তি করি। এ ঘটনায় আমরা মামলা করবো।
এ বিষয়ে যশোর কোতোয়ালী থানার ওসি আবুল হাসনাত বলেন, ঘটনাটি কয়েকদিন আগের। আমরা মৌখিকভাবে পাওয়া অভিযোগের সত্যতা যাচাইয়ের চেষ্টা করছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Read more