আজকে ঢাকায় দুই রাজনৈতিক দলের চার কর্মসূচি

Share

ঢাকা অফিস : 

বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে প্রতিদিনই রাজধানী ঢাকা কোনও না কোনও রাজনৈতিক দল,সংগঠন ছাড়াও বিভিন্ন সংস্থার নানা কর্মসূচির আয়োজন হয়,

তেমনি আজ বুধবার উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াতে ইসলামীর উল্লেখ্য চারটি কর্মসূচি।

বিএনপি বুধবার (১৩ই আগস্ট) দুইটি কর্মসূচি পালন করবে, সকাল ১০ ঘটিকায় ঢাকা শেরাটনের বলরুমে ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট আয়োজিত আন্তর্জাতিক বিনিয়োগ সামিটে’ উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ” আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এর পরই বেলা ১১ ঘটিকায় ড্যাবের নব নির্বাচিত নেতারা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন, যেখানে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ” নজরুল ইসলাম খান।

অপর দিকে, জামায়াতে ইসলামী আজ বুধবার দুইটি কর্মসূচি ঘোষণা করেছেন, বিকেল ৫ টায় রাজধানীর বিজয় নগরে জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হবে।

এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির নায়েবে আমির ” ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

সন্ধ্যা ৭ ঘটিকায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সোনাগাজী বাসীর মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ” ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের

রাজধানীর বিভিন্ন স্থানে চলবে এই দুই দল গুলোর সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

Read more