যশোর অফিস
যশোরে জমি নিয়ে বিরোধের জেরে একটি পরিবারের ওপর হামলার ঘটনায় আরেকটি পরিবারের ৬ সদস্যের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
মামলায় আসামি করা হয়েছে একই গ্রামের মোক্তার আলীর তিন ছেলে মিলন হোসেন, সেলিম হোসেন ও রাসেল, মিলন হোসেনের দুই ছেলে ফাহিম ও মাহিম এবং সেলিম হোসেনের স্ত্রী আছিয়া।
একই গ্রামের মুজিবর মোল্লার ছেলে হাসান মোল্লা এজাহারে উল্লেখ করেছেন, আসামিদের সাথে তাদের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিলো। সে কারনে তাকে ও তার পরিবারের সদস্যদের নানা ভাবে ক্ষতির ষড়যন্ত্র করতে থাকে। গত ১০ আগস্ট বেলা আড়াইটার দিকে আসামিরা দা, লাঠি সোটা, শাবল প্রভৃতি নিয়ে তার বাড়িতে ঢোকে। এবং গালিগালাজ করে। সে সময় তার স্ত্রী শিউলী এবং পিতা নিষেধ করলে তাদের মারপিট করে। একটি দা দিয়ে তাকে লক্ষ্য করে কোপ মারতে যায়। তিনি মাথায় সরিয়ে নিলে কোপ তার কানে লাগে। এছাড়া লাঠি দিয়ে তিনজনকে বেধড়ক মারপিটে জখম করে। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা হুমকি দিয়ে চলে যায়। পরে তিনি ও তার পিতা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।