যশোর অফিস
যশোরের মণিরামপুরে গরু চোরচক্রের হামলায় খেদাপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই রইচ উদ্দিন ও কনস্টেবল নাছির উদ্দিন আহত হয়েছেন। সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উপজেলার খেদাপাড়া এলাকার আজগর আলীর একটি গরু চুরি করে চারজন চোরচক্রের সদস্য পিকআপে করে পালাচ্ছিল। টহলরত পুলিশ সদস্যরা থামার সংকেত দিলে চোরচক্র হঠাৎ আক্রমণ চালিয়ে দুই পুলিশকে আহত করে দ্রুত পালিয়ে যায়।
পরে থানা পুলিশের ধাওয়ায় চোররা যশোর–চুকনগর সড়কের কেশবপুর এলাকায় পিকআপ ও গরুটি ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত গরু ও যানটি মণিরামপুর থানায় আনা হয়েছে। আহত দুই পুলিশ সদস্যকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।