যশোরে মানবপাচার ও প্রতারণার অভিযোগে এক আসামি গ্রেপ্তার

Share

যশোর অফিস
যশোরে মানবপাচার, প্রতারণা ও অবৈধ সম্পর্কের অভিযোগে কামাল হোসেন ওরফে টোকন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি যশোরের পাশাপোল গ্রামের লিয়াকত গোলদারের ছেলে।
ভুক্তভোগী যশোরের কেশবপুর উপজেলার চাঁদরা গ্রামের মৃত কিনু মোড়লের ছেলের নজরুল ইসলাম (৫২), যশোর শহরের ধর্মতলা এলাকায় ভাড়া বাসায় থাকেন। তিনি তিনি যশোর কোতোয়ালি থানায় এক লিখিত অভিযোগে বলেছেন,আসামির বাড়ি ও তার স্ত্রীর পিত্রালয় একই এলাকায় হওয়ায় পরিচয়ের সূত্রে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। নজরুলের অভিযোগ,২০১৯ সালের ১৭ ডিসেম্বর তার অনুপস্থিতিতে আসামি ও তার দুই সহযোগী তার স্ত্রী রহিমা বেগমকে প্রলোভন দেখিয়ে ভাড়া বাসা থেকে নিয়ে যান এবং প্রথমে ঢাকার মিরপুরে ছয় মাস অবৈধভাবে রাখেন।
পরে আসামি তাকে বার্মায় চাকরির প্রলোভন দেখিয়ে ২০২০ সালের ৫ সেপ্টেম্বর টেকনাফ সীমান্তে নিয়ে যান এবং পুলিশের হাতে সোপর্দ করেন, যার ফলে ভুক্তভোগীর স্ত্রী এক বছরের সাজা ভোগ করেন। নজরুলের দাবি,স্ত্রীকে জামিনে আনতে তার ৫/৬ লাখ টাকা খরচ হয়। এছাড়া আসামি তাদের বাসার আসবাবপত্র, স্বর্ণ-রুপার গহনা ও মোবাইল ফোন প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেন।
নজরুল ইসলাম থানায় লিখিত অভিযোগে আরও জানান, দীর্ঘদিন খোঁজাখুঁজির পর গত ৮ আগস্ট বিকেলে যশোর ট্রাফিক অফিসের সামনে কামাল হোসেনকে দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়। পরে জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মানবপাচার ও প্রতারণার ঘটনার স্বীকারোক্তি দেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, মামলাটি নিয়মিতভাবে রুজু করে তদন্ত শুরু করা হয়েছে এবং আসামির সহযোগীদের শনাক্তের চেষ্টা চলছে।

Read more