বেনাপোলে অস্ত্র গুলিসহ ব্যবসায়ী আটক

Share

যশোর অফিস 
বেনাপোল পুটখালী সীমান্তে ১টি বিদেশি পিস্তল,২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ আক্তারুল ইসলাম(৪২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা।
(৮ আগস্ট শুক্রবার) রাত ৯ টার সময় খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি এর অধীনস্থ পুটখালী বিওপির সদস্যরা সীমান্ত এলাকা থেকে বিদেশি একটি পিস্তল,২ টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি সহ আক্তারুল ইসলাম নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।
আটক আসামী বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আতিয়ার রহমান বাবুর ছেলে।
বিজিবি জানান,পুটখালী বিওপির একটি টহলদল ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী উত্তর পাড়া নামক স্থান ১টি ইতালি তৈরি পিস্তল,২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি সহ মোঃ আক্তারুল ইসলামকে (৪০) আটক করে।
 এই রিপোর্ট লেখা পর্যন্ত অস্ত্র ও গুলিসহ আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Read more