যশোর অফিস
যশোর শহরের রেলগেট এলাকা থেকে চাকুসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম সাজ্জাদ হোসেন। তিনি রেলগেট পশ্চিমপাড় এলাকার আহাদ আলীর ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, খবর আসে যে রেলগেট চোরমারা দিঘির পশ্চিমপাড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় এক যুবক চাকু নিয়ে অবস্থান করছেন ও পথচারীদের ভয়ভীতি দেখাচ্ছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে হাতেনাতে আটক করে। পরে তার কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই মামলা করা হয় এবং শুক্রবার সাজ্জাদ হোসেনকে আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।