যশোরে থানার অবহেলায় পালিয়েছে সাজাপ্রাপ্ত পলাতক আসামি

Share

যশোর অফিস: একটি ১৮ লাখ টাকার অর্থ আত্মসাত মামলায় আদালতের রায়ে সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা আসামি হাফেজ অলিয়ার রহমান পুনরায় পলাতক রয়েছেন। যশোরের সিনিয়র ফটো সাংবাদিক হানিফ ডাকুয়া অভিযোগ করেছেন,যশোরের ঝিকরগাছা থানার তৎকালীন অফিসার ইনচার্জ বাবলুর রহমান খানের গাফিলতির কারণেই আসামি দ্বিতীয়বারের মতো আইনের ফাঁক দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

সিনিয়র ফটো সাংবাদিক হানিফ ডাকুয়া যশোর থেকে প্রকাশিত লোকসমাজ-এর প্রধান ফটো সাংবাদিক,জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সিনিয়র সাংবাদিক। তিনি তার অভিযোগে জানান, তার নিজস্ব অনুসন্ধানে দীর্ঘ ১২ বছর পলাতক থাকা আসামি অলিয়ার রহমানকে তিনি ২০২৪ সালের ৩০ ডিসেম্বর খুলনা জেলার ফুলতলা থেকে শনাক্ত ও ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সহায়তায় আটক করেন। এই সময় ঝিকরগাছা থানার এক পুলিশ ক্যাম্পের আইসি তাকে সহায়তা করেন এবং পরে আসামিকে থানায় হস্তান্তর করা হয়।

তবে এখানেই ঘটনার মোড় ঘুরে যায়। হানিফ ডাকুয়ার অভিযোগ, থানায় হস্তান্তরের পর আসামির বিরুদ্ধে ঝিকরগাছা থানার এসসি ১৩০/১৩ ও ১২৯/১৩ নম্বর মামলার সাজা থাকা সত্ত্বেও তাকে মূল মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। বরং চট্টগ্রামের একটি জামিনযোগ্য মামলায় চালান দেওয়া হয়,যার ফলে তিনি কিছুদিনের মধ্যেই জামিনে মুক্তি পেয়ে ফের পলাতক এলাকা থেকে পালিয়ে যান।

অভিযোগকারী সাংবাদিক হানিফ ডাকুয়া বলেন, “আমি বিষয়টি নিয়ে একাধিকবার লিখিতভাবে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আবেদন করেছি, কিন্তু এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।”

তিনি আরও জানান, তার একমাত্র সন্তান জটিল হৃদরোগে আক্রান্ত এবং দীর্ঘদিন ধরে চিকিৎসার খরচ বহন করে চলেছেন। আর্থিক সংকট এবং মানসিক চাপের মধ্যেও তিনি আইনের শাসনের স্বার্থে নিজ উদ্যোগে পলাতক আসামিকে ধরেছেন, অথচ প্রশাসনের দায়িত্বে অবহেলা তার সমস্ত চেষ্টাকে বিফলে করে দিয়েছেন যশোরের ঝিকরগাছা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান। সাংবাদিক হানিফ ডাকুয়া বলেন, ঝিকরগাছা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বাবলুর রহমান খানের বিরুদ্ধে তিনি বিভাগীয় তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

হানিফ ডাকুয়া জানিয়েছেন, আইনগত লড়াইয়ে যাওয়ার পূর্বে তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে পুরো বিষয়টি বিস্তারিতভাবে উপস্থাপন করতে চান এবং সাক্ষাতের জন্য তার পক্ষ থেকে সময় নির্ধারণের অনুরোধ জানিয়েছেন।

Read more