যশোরে এনসিপির দোয়া মাহফিলে হামলা, আহত যুবক আটক

Share

যশোর অফিস 
যশোর সদর উপজেলার তফসিডাঙ্গা গ্রামে এনসিপি আয়োজিত দোয়া মাহফিলে হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেল ৫টায় অনুষ্ঠিত এই মাহফিলে হামলার সময় চেয়ার-টেবিল ভাঙচুর, খাবারের হাঁড়ি ফেলে দেওয়া এবং বাবুর্চিসহ নেতাকর্মীদের মারধরের ঘটনা ঘটে। স্থানীয়রা হামলাকারীদের মধ্যে মামুন নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
আহত অবস্থায় আটক মামুন (পিতা: আব্দুল আজিজ) তফসিডাঙ্গা গ্রামের বাসিন্দা। রাতেই শহরের শংকরপুর এলাকার আব্দুল সালাম খোকন (৫১) কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন মামুনের ভাই মনিরুল ইসলাম, কামারুল ইসলাম এবং ওমর ফারুক বাবলু।
এনসিপি নেতার অভিযোগ, হামলাকারীরা আওয়ামী লীগের সঙ্গে জড়িত। চাঁচড়া ফাঁড়ির এসআই তাপস কুমার পাল জানান, মামুনকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠান।
অন্যদিকে, মামুনের পরিবারের দাবি, একটি ইট বিক্রিকে কেন্দ্র করে বিরোধ থেকে এ ঘটনা ঘটে। এনসিপি’র জেলা সংগঠক নুরুজ্জামান দাবি করেন, হামলাকারীরা আওয়ামী লীগের ক্যাডার বাহিনীর সদস্য। স্থানীয়দের প্রতিরোধে মামুন আহত হন এবং অন্যরা পালিয়ে যায়।

Read more