যশোর অভয়নগরে বৃদ্ধার মৃত্যু

Share

যশোর অফিস 
যশোরের অভয়নগর উপজেলা শহরের রাজঘাট এলাকায় সুফিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধা খাট থেকে পড়ে মারা গেছেন। তিনি বুধবার দুপুর সাড়ে বারোটার নওয়াপাড়া পৌরসভার রাজঘাট মোয়াল্লেম তলা এলাকায় নিজ বসতঘরে ঘটনা ঘটে।
নিহত সুফিয়া বেগম রাজঘাট মোয়াল্লেম তলা গ্রামের মৃত কাজী আকরাম হোসেনের কন্যা এবং মৃত মফিজ উদ্দিনের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।
প্রতিবেশী রাজিয়া সুলতানা জানান, কিছুদিন আগে সুফিয়া বেগম তার কাছ থেকে কাঠ কাটার একটি দা নিয়েছিলেন। ঐদিন দা নিতে গেলে সুফিয়া বেগমকে খাটের পাশে মেঝেতে পড়ে যায়। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন। এ সময় বৃদ্ধার হাতে একটি ইনহেলার দেখা যায়।
 পুলিশ জানায়, এটি শ্বাসকষ্ট বা স্ট্রোকজনিত মৃত্যুর ঘটনা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Read more