যশোর অফিস
যশোরে দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর সাথে কাটানো অন্তরঙ্গ মুহুর্তের ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়ায় আদালতে দায়েরকরা পিটিশন যশোর কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসাবে রেকর্ড হয়েছে। আসামি করা হয়েছে, চট্রগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা আকবর বাড়ির আবুল কালামের ছেলে আব্দুল্লাহ আল মামুনকে (৪৫)।
যশোর শহরতলীর ঝুমঝুমপুর রাইফেলস স্কুলের পাশের মাষ্টার ফছিউর রহমানের মেয়ে লাকিয়া খাতুন (৪০) এজাহারে উল্লেখ করেছেন, ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি মামুনের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর তার জমানো টাকা মামুনের হাতে দেয়া হয়। চলতি বছরের ১৮ জুন তার কাছে ২০ লাখ টাকা দাবি করে মামুন। টাকা না পেয়ে ২৪ জুন মামুন চলে যায়। এরপর প্রতিনিয়ত তাদের নগ্ন ও অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিচ্ছে। আসামি বিদেশে থাকা অবস্থায় মোবাইল ফোনে নানা ভাবে নগ্ন হতে বাধ্য করে এবং সেই ছবি ধারন করে। টাকা না পেয়ে ওই ছবি যশোর ও গোপালগঞ্জ থেকে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিচ্ছে। গত ১৮ জুলাই তার ইমো ও হোয়াটস অ্যাপে নগ্ন ভিডিও ও ছবি পাঠায়। এছাড়া তার চাচাতো ভাইয়ের কাছে ফোন দিয়ে ওই ছবি ইন্টার নেট ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। বাধ্য হয়ে তিনি গত ২১ জুলাই আদালতে পিটিশন দাখিল করেন। কোতয়ালি থানা পুলিশ ওই পিটিশন প্রাথমিক তদন্ত করে তা নিয়মিত এজাহারে হিসাবে গ্রহন করে।