যশোরের বাঘারপাড়ায় ধর্ষণের ঘটনায় মামলা, অভিযুক্ত যুবক আটক

Share

যশোর অফিস 
যশোরের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী আয়াকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্ত যুবককে আটক করেছে এবং ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র ও বাঘারপাড়া থানা পুলিশ জানায়, ধর্ষণের শিকার নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়া পদে কর্মরত। তিনি হাসপাতাল গেট সংলগ্ন সিরাজুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। সোমবার দিবাগত রাত ১টার দিকে সিরাজুলের ছেলে হৃদয় (২৮) তার ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে।
সোমবার সকালে ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তা যাচাই-বাছাই শেষে মামলা রেকর্ড করে।
বাঘারপাড়া থানার ওসি ফকির তাইজুর রহমান জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(১) ধারায় মামলা গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্তকে আটক করা হয়েছে।

Read more