যশোরে ফেনসিডিলসহ আটক ভোলার ১০ বছরের কারাদণ্ড

Share

যশোর অফিস 
ফেনসিডিল পাচারের মামলায় চৌগাছার মাদক ব্যবসায়ী ভোলা হোসেনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন যশোরের বিশেষ দায়রা জজ এসএম নূরুল ইসলাম। জরিমানা অনাদায়ে তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
ভোলা হোসেন চৌগাছার চাঁদপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। ২০২১ সালের ২৭ অক্টোবর মাসিলা ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে ১৯৭ বোতল ফেনসিডিলসহ আটক করে। এ ঘটনায় চৌগাছা থানায় মামলা দায়ের হয়। তদন্ত শেষে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
আসামি বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

Read more