যশোর অফিস
যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর-এর উদ্যোগে “মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মো. আব্দুল হান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।
মূল বক্তা হিসেবে অধিদপ্তরের উপপরিচালক মো. আসলাম হোসেন মাদকের কুফল ও প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের করণীয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নিজ নিজ বক্তব্যে সমাজ থেকে মাদক নির্মূলে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আলোচনা সভার পূর্বে মাদকবিরোধী র্যালি, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও শপথ বাক্য পাঠ করানো হয়। শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী স্লোগান সম্বলিত কলম, খাতা, স্কেল ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়।