যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) রোববার সকালে র্যগিং ও রাজনীতি মুক্ত ক্যাম্পাস হিসেবে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় প্রোক্টরিয়াল টিমের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে “র্যগিং ও রাজনীতি মুক্ত ক্যাম্পাস” লেখা একটি ব্যানার স্থাপন করেন। এ সময় ক্যাম্পাসে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, আজ থেকেই স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। নবীন শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, বন্ধুত্বপূর্ণ এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, শিক্ষা ও গবেষণার পরিবেশ বজায় রাখতে র্যগিং এবং রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ অপরিহার্য। তাই ভবিষ্যতে এ বিষয়ে কোনো শিথিলতা বরদাস্ত করা হবে না বলেও জানান সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, যবিপ্রবি প্রশাসন এর আগেও শিক্ষার্থীদের কল্যাণে একাধিক পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে ক্যাম্পাস পর্যবেক্ষণ জোরদার, হেল্পলাইন চালু ও নিয়মিত মনিটরিং অন্যতম।