যশোর অফিস:
যশোরে ডিবি পুলিশ সাত বছরের সাজাপ্রাপ্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ রিপন (৪৮)কে গ্রেফতার করেছে ।
গত ৩ আগস্ট রাত ৩টার দিকে ডিবি পুলিশের একটি সদর উপজেলার রাজারহাট রেললাইন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়ার নেতৃত্বে এসআই অলক কুমার দে ও এএসআই মোঃ শামসুজ্জামান অংশ নেন।
গ্রেফতারকৃত রিপন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ২০১৬ সালের একটি মামলায় সাত বছরের সাজা রয়েছে (জিআর নম্বর ৯৩৭/১৬)। এছাড়া তার নামে আরও তিনটি জিআর ওয়ারেন্ট মুলতবি রয়েছে।
গ্রেফতারকৃত রিপন সদর উপজেলার রাজারহাট এলাকার মৃত সেলিমের ছেলে। তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে ।