যশোর বেনাপোলে চুরি মামলার প্রধান আসামী গ্রেফতার, দেশীয় অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধার

Share

 যশোর অফিস
যশোরের বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামে অভিযান চালিয়ে চুরি মামলার প্রধান আসামী মো. সাজুকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে দেশীয় অস্ত্র, চোরাই মালামাল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
রোববার বিকেলে বেনাপোল পোর্ট থানার পুলিশ কাগমারীর জেলামারির মাঠ এলাকার একটি ঘেরে লুকিয়ে থাকা অবস্থায় আসামিকে গ্রেফতার করা হয়।
এর আগে বেনাপোলের বড় আচঁড়া গ্রামের শেখ সুপার মার্কেটের একটি বিকাশ দোকানে চুরির ঘটনা ঘটে। দোকান ঘরের সাটার ভেঙে নগদ টাকা ও মোবাইল চুরি হয়। পরদিন মো. আক্তারুজ্জামান থানায় অভিযোগ দায়ের করলে এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করা হয়। পুলিশের সময় তার কাছ থেকে একটি বার্মিজ চাকু, একটি কাঠের বাটযুক্ত লোহার ছোরা, একটি চাইনিজ কুড়াল, একটি দা,
একটি বাটন মোবাইল ও নগদ ২০০০ টাকা,
একটি স্যালাই রেঞ্চ, একটি র্্যাত, একটি লোহার হাতুড়ি ও একটি গ্যাসটল উদ্ধার করে।

Read more