যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) “বিদেশে উচ্চশিক্ষার সুযোগ ও প্রস্তুতির শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের গ্যালারীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড.মোঃ আব্দুল মজিদ। তিনি বলেন, “উচ্চশিক্ষা অর্জন আমাদের প্রতিষ্ঠান ও দেশকে সমৃদ্ধ করে। শিক্ষার্থীরা বিশ্ব দরবারে যবিপ্রবিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।”
সেমিনারে ফুল ফান্ডেড স্কলারশিপপ্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। এরপর বিকেল সাড়ে ৪টায় উপাচার্যের সম্মেলন কক্ষে তাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যবিপ্রবিতে এই প্রথম বিদেশগামী শিক্ষার্থীদের আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।