যশোর অফিস
যশোর সদর উপজেলার দেয়াড়া মডেল ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস আলী এবং উপজেলা কৃষক দলের সদস্য সচিব মহাসিম আলী।
সভায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা দলীয় কার্যক্রম আরও বেগবান ও সুসংগঠিত করতে দিকনির্দেশনা প্রদান করেন এবং সদস্য সংগ্রহ অভিযানে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।