যশোর ফরিদপুরের পোল্ট্রি ব্যবসায়ী আবু বক্কার হত্যা মামলায় আটক দম্পত্তির দুইদিন করে রিমান্ড মঞ্জুর

Share

যশোর অফিস 
যশোর সদরের ফরিদপুর গ্রামের পোল্ট্রি মুরগী ব্যবসায়ী আবু বক্কার হত্যা মামলায় আটক দম্পত্তির দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কার সোহেল রানা রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। আসামিরা হলো, ফরিদপুর গ্রামের নির্মল কুমার সরকার ও তার স্ত্রী স্বরসতী সরকার।
মামলার অভিযোগে জানা গেছে, আবু বক্কার বাড়িতে পোল্ট্রি মুরগীর চাষ করতেন। গত মে মাসে আসামিরা তার কাছ থেকে ৯শ’টাকার তিনটি মুরগী বাকিতে ক্রয় করেন। বাকি টাকা চাইতে গেলে আসামিরা না দিয়ে ঘোরাতে থাকে। গত ২২ জুলাই আবু বক্কার আসামিদের বাড়ি পাওনা টাকা চাইতে গেলে বাকবিতন্ড হয়। একপর্যায়ে আসামিরা আবু বক্কারকে বঁাশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। আহত আবু বক্কারকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে রকি কবিরাজ বাদী হয়ে কোতয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলার অভিযোগে পুলিশ ওই দুইজনকে আটক ও ৫ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে তদন্তকারী কর্মকর্তা। গতকাল রোববার আসামিদের রিমান্ড শুনানি শেষে বিচারক প্রত্যেককের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

Read more