জুলাই ঘোষণা পত্রের দাবিতে” ঢাকায় সমাবেশে যাচ্ছে এনসিপি যশোর জেলা শাখা

Share

যশোর অফিস 
“জুলাই ঘোষণা পত্রের দাবিতে” আগামীকাল রোববার (৩ আগস্ট ২০২৫) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য সমাবেশে অংশ নিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখা।
দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এ সমাবেশ অনুষ্ঠিত হবে বিকেল ৩টায়। এতে অংশ নিতে যশোর জেলা সংগঠক মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে প্রায় ২৫০ থেকে ৩০০ নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
যশোর সদর উপজেলা থেকে ৩টি, মনিরামপুর থেকে ১টি এবং কেশবপুর থেকে ১টি বাসে করে সকাল ১০টা থেকে ১১টার মধ্যে যাত্রা শুরু হবে বলে জানা গেছে।
দলীয় নেতৃবৃন্দ জানান, “এই সমাবেশ একটি ঐতিহাসিক পদক্ষেপ। বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে ‘জুলাই ঘোষণা পত্র’ বাস্তবায়নের দাবিতে সংগঠন তার শক্ত অবস্থান তুলে ধরবে।

Read more