যশোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এসিল্যান্ড অফিসের স্টাফ আহত

Share

যশোর অফিস:
যশোর শহরের সার্কিট হাউজ রোডে আড়ং শোরুমের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন যশোরের বাঘারপাড়া এসিল্যান্ড অফিসের স্টাফ স্বপন কুমার কুন্ডু (৫৪)। শনিবার (২ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্বপন কুমার কুন্ডু যশোর রেলস্টেশন থেকে রিকশাযোগে বাসায় ফেরার পথে তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি তার পথরোধ করে। এ সময় দুর্বৃত্তরা তার বাম হাতের কনুইয়ের নিচে ছুরি মেরে কাটা জখম করে এবং সঙ্গে থাকা মোবাইল ফোন, টাকা-পয়সা ও তার মেয়ে অনিয়া কুন্ডুর হাতে থাকা পার্স ছিনিয়ে পালিয়ে যায়।
ঘটনার পরপরই তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসকরা জানান, তার অবস্থা এখন আশঙ্কামুক্ত।
যশোরের চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা এই সড়কে ডিউটি থাকার কথা থাকলেও তারা ওই সময়ের দায়িত্ব পালন করেনি বলে জানান স্থানীয় প্রহরীরা‌।

Read more