যশোর অফিস
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে যশোর শিক্ষা বোর্ডের অধীন একাদশ শ্রেণিতে আসন কমেছে ৯৬৫টি। তবে নতুন করে পাঠদানের অনুমতি পেয়েছে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান। এবছর ৫৮৯টি কলেজে মোট আসন নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ১২৯টি। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস এম তৌহিদুজ্জামান।
তিনি জানান,২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৫৮৬টি কলেজে আসন ছিল ২ লাখ ২১ হাজার ৯৪টি। এর মধ্যে ভর্তি হয় ১ লাখ ২৮ হাজার ১৪৪ জন শিক্ষার্থী। খালি ছিল ৯২ হাজার ৯৫০টি আসন। ফলে চলতি শিক্ষাবর্ষে কিছু কলেজ স্বেচ্ছায় আবেদন করে আসন কমিয়ে নিয়েছে। এতে করে আসন সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ১২৯টিতে।
নতুন যুক্ত হওয়া তিনটি শিক্ষা প্রতিষ্ঠান হলো:
যশোর কালেক্টরেট স্কুল বিজ্ঞান বিভাগে ৭০টি আসন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল বিজ্ঞান,মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে মোট ১২০টি আসন সাতক্ষীরা কমার্স কলেজ মানবিক ও বিজ্ঞান বিভাগে ৩০০টি আসন মোট ৪০৯টি আসন নতুনভাবে যুক্ত হয়েছে।বিভাগভিত্তিক আসন সংখ্যা:বিজ্ঞান বিভাগ: ৪৩ হাজার ৮৩১মানবিক বিভাগ: ১ লাখ ২৮ হাজার ২৮১ব্যবসায় শিক্ষা: ৪৮ হাজার ১৭জেলা অনুযায়ী আসন বিন্যাস:
যশোর: ১১৮ কলেজে ৪০,৩৯৫খুলনা: ১০১ কলেজে ৩৯,৩০৫ সাতক্ষীরা: ৭৪ কলেজে ২৭,০৬০
ঝিনাইদহ: ৭৫ কলেজে ২৮,৩৯১কুষ্টিয়া: ৭০ কলেজে ২৫,৬০০মাগুরা: ৩৭ কলেজে ১২,৯৭০
বাগেরহাট: ৪৫ কলেজে ১৬,১১০চুয়াডাঙ্গা: ২৫ কলেজে ১১,৮৩৮মেহেরপুর: ২০ কলেজে ৭,৮৩০
নড়াইল: ২৫ কলেজে ১০,০৯০।
প্রফেসর তৌহিদুজ্জামান বলেন,“২০২৪ সালে এসএসসি পাসকারী শিক্ষার্থীদের একটি বড় অংশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় চলে গেছে। ফলে সাধারণ শিক্ষায় চাহিদা কিছুটা কমে আসায় কিছু কলেজ আসন হ্রাসের আবেদন জানায়,যেটি বিবেচনা করে বোর্ড সংখ্যা পুনর্নির্ধারণ করেছে।”