যশোর অফিস: যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে একযোগে ৫২ জন প্রশিক্ষণার্থী (ইন্টার্ন) নবীন চিকিৎসক যোগদান করেছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াতের নিকট তাঁরা আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন। এ সময় হাসপাতালের সিনিয়র চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই নবীন চিকিৎসকরা যশোর মেডিকেল কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্স সম্পন্ন করে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। নিয়ম অনুযায়ী, তারা এক বছরের জন্য হাসপাতাল ভিত্তিক প্রশিক্ষণে অংশ নিচ্ছেন, যা ‘ইন্টার্নশিপ’ নামে পরিচিত। এ সময়ে তারা সরকারি নিয়ম অনুযায়ী মাসিক ভাতা প্রাপ্ত হবেন।
তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত বলেন, “নবীন চিকিৎসকদের যোগদানে রোগীরা যেমন উপকৃত হবেন, তেমনি এসব তরুণ চিকিৎসক চিকিৎসা পেশায় নিজেদের দক্ষ করে গড়ে তোলার সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে একইভাবে নবীন চিকিৎসকদের ইন্টার্নশিপ কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।”
তিনি আরও বলেন, “এমবিবিএস কোর্সের পর ভালো চিকিৎসক হয়ে গড়ে ওঠার জন্য ইন্টার্নশিপ একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই সময়ে যে যত পরিশ্রম করে, তার ভবিষ্যৎ চিকিৎসা ক্যারিয়ার তত বেশি সমৃদ্ধ হয়। ইন্টার্নশিপ হলো একজন ভালো চিকিৎসক হয়ে ওঠার প্রথম সোপান।”
নবীন চিকিৎসকদের এই যোগদানে হাসপাতালের চিকিৎসা সেবার মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।