যশোর প্রতিনিধি: যশোর শহরের পালবাড়ি আয়শা পল্লী ও গাজীরহাট এলাকার স্থানীয় একাধিক যুবক এই মাদক কারবারীর সাথে জড়িত রয়েছে স্থানীয় সূত্রে জানা যায় প্রশাসনকে ম্যানেজ করে তাদের এই রমরমা মাদক ব্যবসা দীর্ঘদিন যাবত পরিচালনা করছে।
ওপেন মাদক বেচাকেনায় যশোর পালবাড়ি আয়শা পল্লী ও গাজীরহাট মাদক পল্লীতে পরিণত হয়েছে। তথ্যসূত্রে জানা গেছে আসাদুজ্জামান অমি, একে, এম ফজলুল হক তালুকদার, হাঁস হাসান, রিঙ্কু গাজীসহ আরো অনেকে ওপেন মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে এই মাদক ব্যবসার সিন্ডিকেটের সাথে আরো জড়িত রয়েছেন মোহন, পিকুল, বিপুল, জব্বার ও তার দুই জামাতা, সুজন ও বাপ্পি, এবং ড্রাইভার মুকুল ও শওকত, প্রায় ১২/১৩ জন মিলে এই সিন্ডিকেট চালিয়ে যাচ্ছে। ওপেন মাদক বেচাকেনার কারণে ঐ এলাকার স্কুল-কলেজের ছাত্ররা ও মাদক সেবনে আসক্ত হচ্ছে মাদক সেবনের ফলে অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ছে যুবকরা। একাধিক যুবকের সমন্বয়ে এই মাদক ব্যবসার কারণে স্থানীয় লোকজনের উপরে অস্বাভাবিক আচরণ করছে মাদক কারবারিরা। এ বিষয়ে যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের
উপ-পরিচালক আসলাম হোসেনের সাথে যোগাযোগ করা হলে এ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আমরা জরুরি পদক্ষেপ নেব।