আওয়ামী লীগকে ফিরানোর চক্রান্ত হলে প্রতিহত করবে জনগণ : যশোরে জাগপার হুঁশিয়ারি

Share

যশোর প্রতিনিধি :
আওয়ামী লীগকে নতুন রূপে ফিরিয়ে আনার কোনো চক্রান্ত হলে দেশের মানুষ তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) নেতারা।
সোমবার (২৮ জুলাই) বিকেলে যশোর শহরের দড়াটানা মোড়, গাড়ীখানা, চিত্রার মোড়, বড়বাজার, প্রেসক্লাব ও কোর্ট মোড় এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করে দলটি।
পথসভায় জাগপার প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়ক মো. নিজামদ্দিন অমিত বলেন, “পুরাতন-নতুন কিংবা শুদ্ধ নামে আওয়ামী লীগের নতুন সংস্করণ জনগণ মেনে নেবে না। এই দলই দেশকে সন্ত্রাস ও ভারতের করদ রাজ্যে পরিণত করেছে।”
তিনি আরও জানান, ৬ আগস্ট “খুনি হাসিনাকে ফেরতের দাবিতে” ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করতে সারা দেশে মাসব্যাপী প্রচার চালানো হচ্ছে। যশোরে ২৮তম দিনের কর্মসূচির অংশ হিসেবেই এ পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাগপার কেন্দ্রীয় নেতা আফসানা ইয়াসমিন অনুরুপা, সাবিত্রী বিশ্বাস, বজলু হাত্তলাদার, খন্দকার জাহিদ হাসান, আনোয়ার হোসেন মধু, ডা. রবিউল ইসলামসহ জেলা ও নগর কমিটির নেতৃবৃন্দ।

Read more