মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে প্রাণনাশের হুমকি

Share

ঢাকা অফিস : 

সাবেক প্রেসিডেন্ট — বারাক ওবামাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে শঙ্কিত রয়েছেন ‘

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট — ডোনাল্ড ট্রাম্পের এক অভিযোগের পর ওবামাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

অনলাইনে জুড়ে এই হুমকি-ধামকি ” একই সঙ্গে তাঁকে গ্রেপ্তারের দাবিও জানানো হচ্ছে, ২০১৬ সালের নির্বাচনে রাশিয়া ভোট জালিয়াতির ষড়যন্ত্র করেছিল এবং সেই ষড়যন্ত্রে সায় ছিল সে সময়ের প্রেসিডেন্ট বারাক ওবামার- এমন অভিযোগ উত্থাপন করেছেন ” প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার পরেই ট্রাম্প সমর্থকরা ওবামাকে হুমকি-ধমকি দিচ্ছেন বলে গত বৃহস্পতিবার ওবামার মুখপাত্র প্যাট্রিক রডেনবুশ এক বিবৃতিতে উল্লেখ করেছেন। প্যাট্রিক উল্লেখ করেছেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দিতে রাশিয়া নানাভাবে চেষ্টা করেছে কিন্তু তারা সক্ষম হয়নি।

এই ব্যাপারটি ২০২০ সালে সিনেট ইন্টেলিজেন্স কমিটিও স্বীকার করেছে, সেই তদন্ত কমিটির চেয়ারম্যান ছিলেন ” মার্কো রুবিয়ো – পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে বারাক ওবামা নিজেই ট্রাম্পের অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন যে, হোয়াইট হাউসের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে এমন অবান্তর অভিযোগ সাবেক কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে উত্থাপনের আগে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত সামনে আনা দরকার।

কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর কোনোটিরই তোয়াক্কা করেননি ” নিজের সোশ্যাল ট্রুথে করা এক পোস্টে ট্রাম্প যে গুরুতর অভিযোগ করেন ওবামার বিরুদ্ধে, তার পরিপূরক আরেকটি বক্তব্য দেন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ডও।

তুলসী বলেন, বিচার বিভাগের উচিত অবিলম্বে ওবামাকে গ্রেপ্তার ও শাস্তি প্রদানের পদক্ষেপ গ্রহণ করার আহব্বান জানয় ।

— ঢাকা টাওয়ার ২৪ নিউজ

Read more