যশোর শংকরপুরে গুলি ও বোমা বিস্ফোরণ: নারীসহ দুজন আহত, অভিযোগ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ 

Share

যশোর প্রতিনিধি :

যশোর শহরের শংকরপুর জমাদ্দারপাড়ায় পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে মোছাঃ রিনা বেগম (৫৮) এবং তার নাতি আকাশ (২৪) আহত হয়েছেন। গত ২২ জুলাই (মঙ্গলবার) বিকেল ৫টার দিকে এ হামলা সংঘটিত হয় বলে অভিযোগে জানানো হয়।

রিনা বেগম যশোর কোতোয়ালি থানায় দাখিল করা অভিযোগে উল্লেখ করেন, স্থানীয় মাদকসেবী ও সন্ত্রাসীচক্রের অন্তত ২৫ জন সদস্য পরিকল্পিতভাবে তার নাতিকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন মোঃ জাহাঙ্গীর, বাদশা, রাজা, সম্রাট, সুজন, ইমরান, রিপন, ইয়াসিন, বিপ্লব, সজীব, মনু, আজিজুলসহ আরও অজ্ঞাতনামা ব্যক্তি।

তিনি জানান, শংকরপুরের কাননদের বাড়ির সামনে রাস্তার ওপর তার নাতি আকাশের গতিরোধ করে ধারালো অস্ত্র, লোহার রড, হকিস্টিক ও ককটেল বোমা নিয়ে আক্রমণ করা হয়। এ সময় আকাশকে মারধরের পাশাপাশি রিনা বেগম এগিয়ে এলে তাকেও হামলার শিকার হতে হয়। তাঁর মাথা, পিঠ, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। অভিযোগে আরও বলা হয়, জাহাঙ্গীর নামের অভিযুক্ত ব্যক্তি আকাশকে লক্ষ করে গুলি ছোড়ে এবং অন্যরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে।

স্থানীয়রা রিনা বেগমের চিৎকারে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় এবং হুমকি দিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আহত রিনা বেগম যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন এবং সুস্থ হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানা গেছে।

Read more