যশোর প্রতিনিধি :
বাংলাদেশে মানবপাচার প্রতিরোধে গৃহীত “বাংলাদেশে মানবপাচার প্রতিরোধে একটি সমন্বিত কর্মসূচি” প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার উদ্দেশ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমানের নেতৃত্বে ১২ সদস্যের একটি সরকারি প্রতিনিধি দল যশোরে এসেছেন।
মঙ্গলবার (২৩ জুলাই ২০২৫) সকাল সাড়ে দশটায় ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস-১২১ নম্বর অভ্যন্তরীণ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা থেকে যশোর বিমানবন্দরে তারা অবতরণ করেন।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন—
অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান, যুগ্ম সচিব মো. জসিম উদ্দিন খান ও মো. গোলাম মো. ভূঁইয়া, অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. বদরুল আলম মোল্লা, জননিরাপত্তা বিভাগে কর্মরত উপসচিব মো. আমিনুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব মো. মারুফ আল্লাম, পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টরের উপপরিচালক শহিদুল ইসলাম সোহাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সহকারী সচিব আব্দুস সালাম চৌধুরী, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আলী, সহকারী সচিব মোহাইমিনুল ইসলাম এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহকারী প্রোগ্রাম কর্মকর্তা পুজা ভল্লা।
প্রতিনিধি দলের সদস্যরা যশোর জেলায় প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন বলে জানা গেছে।