যশোর প্রতিনিধি :
যশোর শহরের সিটি কলেজপাড়ায় টাকা চুরিকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। সোমবার (২২ জুলাই) দুপুরে স্থানীয় মো. আলী শুভ (৩০) ও মো. সাগর হোসেন (৩০) এর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। আহত অবস্থায় দু’জন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হন।
হাসপাতালেই প্রথম পক্ষের লোকজন ফের হামলা চালালে দ্বিতীয় পক্ষের মিলন (২১) ও মোমিন (৪১) গুরুতর আহত হন। তারা বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন। এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। কোতোয়ালি থানা পুলিশ তদন্ত করছে।