যশোরে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শামছুর রহমান কেবলকে স্মরণ

Share

যশোর প্রতিনিধি _

যশোরের প্রথিতযশা সাংবাদিক শামছুর রহমান কেবলের ২৫তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিনটি উপলক্ষে প্রেসক্লাব যশোরসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে প্রিয় সহকর্মীকে স্মরণ করে।

বুধবার সকালে শহরের কারবালায় মরহুমের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এসময় প্রেসক্লাব যশোর, সংবাদপত্র পরিষদ, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন,যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, দৈনিক গ্রামের কাগজ, দৈনিক স্পন্দন, দৈনিক রানার, রাতদিন নিউজপোর্টালসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

পরে প্রেসক্লাব যশোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং যশোর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিক শামছুর রহমান কেবল হত্যা মামলায় দীর্ঘ ২৪ বছরেও বিচারের মুখোমুখি করা যায়নি খুনিদের। কার্যক্রম দীর্ঘ ১৯ বছর ধরে ‘ফাইলবন্দি’ রয়েছে। ফলে দুই যুগেও বিচার নিশ্চিত হয়নি। এই দীর্ঘসূত্রিতা নিহতের পরিবার ও সাংবাদিক সমাজকে ক্ষুব্ধ করেছে। বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার জোর দাবি জানান।

সার্বিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা,প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস.এম.তৌহিদুর রহমান, সহসভাপতি ওহাবুজ্জামান ঝণ্টু, শেখ দিনু আহম্মেদ,সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন,সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস.এম ফরহাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন,

যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোপিনাথ ও সাধারণ সম্পাদক এম.আর. খান মিলন প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা মোক্তার আলী।

Read more