যশোরে ৮ টি স্বর্ণের বারসহ দুই জনকে আটক যশোর বিজিবির হাতে 

Share

যশোর প্রতিনিধি _
যশোরে ৮ টি স্বর্ণের বারসহ দুই জনকে আটক করেছে যশোর ৪৯বিজিবি। ৪৯ বিজিবির যশোরের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে আজ মঙ্গলবার ভোররাতে যশোর নড়াইল সড়কের সদরের তারাগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, যশোরের শার্শা উপজেলার দক্ষিণ ঘিবা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আবু সাঈদ (২৭) ও ঘিবা গ্রামের শাহাজান আলীর ছেলে মহিনুর রহমান (৩১)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি একটি টহলদল, উক্ত স্থান থেকে ঢাকা থেকে যশোরগামী একটি বাসে তল্লাশি চালিয়ে দুই জনকে আটক করে। এরপর তাদের পকেট ও ম্যানিব্যাগের ভিতর থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯৭০ গ্রাম। যার বাজার মূল্য ১কোটি ৪১ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা।
 আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা ঢাকা থেকে যশোর-বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিলো। এর আগে ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করেছিলো।
বিজিবি অধিনায়ক আরো জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Read more