এবার চীন সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল

Share

ঢাকা টাওয়ার ডেস্ক _

বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি  প্রতিনিধিদল চিন সফরে যাচ্ছে এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্বয়ং জামায়াত আমির শফিকুর রহমান।

চীন সরকারের আমন্ত্রণে উচ্চপর্যায়ের এ প্রতিনিধিদলটি চীন সফরে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীন সরকার জামায়াতের এ প্রতিনিধিদলকে আমন্ত্রণ জনিয়েছে বলে জানান তিনি।

এই দিকে সফরের প্রাক্কালে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় চীনের দূতাবাস জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এ সময় আমন্ত্রিত প্রতিনিধি দলের নয়জন সদস্যের সবাই উপস্থিত ছিলেন। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে গত মাসে বিএনপির একটি বৃহৎ প্রতিনিধি দল দেশটি সফর করে।

এরই আগে সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চীন সফর করা দলটির প্রতিনিধিদলের সঙ্গে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মঙ্গলবার সকালে সাক্ষাৎ করেন।

গত মাসে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল বেইজিং সফরে গিয়েছিল। গত ফেব্রুয়ারিতেও চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে বিএনপি ও মিত্র রাজনৈতিক দলের একটি প্রতিনিধিদল চীন সফর করে। এ ছাড়া গত বছরের নভেম্বরে দলের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান খান রিপনের নেতৃত্বে চীন সফরে যায় বিএনপির একটি প্রতিনিধিদল।

Read more