যশোরে ভুয়া ডিবি পুলিশ সেজে প্রতারণা দুই প্রতারক গ্রেফতার

Share

যশোর প্রতিনিধি _
ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা ও অর্থ আত্মসাৎকারী একটি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, ডিবি পরিচয়ে কখনো চেকপোস্ট বসিয়ে আবার কখনো তদন্তের নামে প্রতারণা করত চক্রটি।
জানা যায়, ফিরোজ হোসেন নামের এক ব্যক্তি পারিবারিক বিরোধের কারণে গত ৬ জুন কোতয়ালী মডেল থানায় অভিযোগ দিতে যান। অভিযোগের কপি হাতে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা হলে এক অজ্ঞাত ব্যক্তি নিজেকে ডিবি পুলিশ পরিচয়ে অভিযোগপত্রটি নিয়ে নেয় এবং জানায়,এব্যাপারে থানায় যেতে হবে না, ডিবি বিষয়টি গুরুত্বসহকারে দেখবে।”
পরবর্তীতে ওই ব্যক্তি আরও একজনকে সঙ্গে নিয়ে চুড়ামনকাটিতে ফিরোজের শ্বশুরবাড়িতে যান। তারা নিজেদের ডিবি সদস্য পরিচয় দিয়ে জানায়, “আপনাদের জামাই ফিরোজ থানায় অভিযোগ দিয়েছে এবং গ্রেফতারের জন্য আমাদের বিশ হাজার টাকাও দিয়েছে। তবে মনে হচ্ছে অভিযোগটি মিথ্যা। আপনারা চাইলে ফিরোজের নামে অভিযোগ দিতে পারেন।” চলে যাওয়ার সময় তারা খরচের কথা বলে এক হাজার টাকা নিয়ে নেয়।
ঘটনার একপর্যায়ে তারা ফিরোজের শ্বশুরকে একাধিকবার ফোন দিয়ে নানা প্রলোভন দেখাতে থাকে। এতে সন্দেহ হলে বিষয়টি জেলা পুলিশকে অবহিত করা হয়। যশোর জেলা পুলিশ সুপার দ্রুত তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দিলে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভুঁইয়ার নেতৃত্বে এসআই অলক কুমারদে,এএসআই শামসুজ্জামানসহ একটি টিম অভিযানে নামে।
গোপন তথ্যের ভিত্তিতে গত ৯ জুন রাত দেড়টার দিকে সদর উপজেলার পাঁচবাড়িয়া নতুন উপশহর এলাকা থেকে মোঃ রবিউল ইসলাম রনি (৩২)কে গ্রেফতার করে ডিবি।পরে তার স্বীকারোক্তি অনুযায়ী, একই এলাকা থেকে মোঃ শফিকুল ইসলাম (৩৪) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।
তাদের জিজ্ঞাসাবাদে আরও একটি চাঞ্চল্যকর ঘটনার তথ্য পাওয়া যায়। ৫ জুলাই সদর উপজেলার আড়পাড়া এলাকায় রনি ও তার এক সহযোগী রায়হান পুলিশ পরিচয়ে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। এলাকাবাসী তাদের ধরে ফেললেও রনি পালিয়ে যায়। পরে রায়হানকে পুলিশ আটক করে, তার হেফাজত থেকে একটি চাকু,একটি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
গ্রেফতার হওয়া আসামীরা হচ্ছে যশোর সদরের পাঁচবাড়িয়া গ্রামের সুজাউদ্দিনের ছেলে রবিউল ইসলাম রনি (৩২),ও একই এলাকার আব্দুর রবের ছেলে আব্দুর রবের ছেলে শফিকুল ইসলাম (৩৪)।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

Read more