যশোরের মনিরামপুরে লোকাল বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত 

Share

যশোর প্রতিনিধি _

যশোরের মনিরামপুর উপজেলায় মোটরসাইকেলের পিছনে লোকাল বাসের ধাক্কায় আবু তাহের (২৫) নামে একজন ব্যবসায়ী নিহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল শোয়া পাঁচ টার দিকে উপজেলার চালকিডাঙ্গায় এদুঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী হলেন মনিরামপুর পৌরসভা গাংরা, ২ নং ওয়ার্ড এলাকার ইসমাইল সেখের ছেলে।

চাচা শফিকুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান,আজ মঙ্গলবার বিকাল শোয়া পাঁচ টার দিকে চালকিডাঙ্গা থেকে মনিরামপুর উপজেলার দিকে মটরসাইকেল যোগে যাওয়ার সময় চালকি ডাঙ্গা এলাকায় পৌঁছালে যশোর থেকে চুপনগর গামী লোকাল বাস মোটরসাইকেলে পিছন ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত হয়‌।

মনিরামপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যেয়ে আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করে মর্গে পাঠায়। মরদেহ হাসপাতালের মর্গে আছে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বাসটি আটক করা হয়েছে। চালক হেলপার পালিয়ে গেছে, আটকে অভিযান অব্যাহত রয়েছে।

Read more