যশোর প্রতিনিধি _
যশোরের চৌগাছা কাঁচামাল হাটের মাঝখানে মডেল মসজিদ নির্মাণের সিদ্ধান্তে হাটের ব্যবসায়ীদের ক্ষতির অভিযোগে সচিব, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ৮ জনকে শোকজ করেছে সুপ্রিম কোর্ট।
একইসঙ্গে কেন ব্যবসায়িক ক্ষতি করে সেখানে মসজিদ নির্মাণ করা হচ্ছে—তা জানতে চেয়েছে আদালত।
সোমবার বিচারপতি আখতার হোসেন ও ফয়সাল হোসেনের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে মামলা পরিচালনা করেন আইনজীবী এড. আমীর হোসেন। তিনি জানান, হাট ইজারাদার আতিকুর রহমান লেন্টু ১ কোটি ৭৭ লাখ টাকায় ইজারা নিয়ে মাত্র ৩ মাসের মাথায় হাটের মাঝখানে মসজিদ নির্মাণের সিদ্ধান্তে ক্ষতির মুখে পড়েন।
ব্যবসায়ীরা দাবি করেন, হাটের দক্ষিণ-পশ্চিমে চিহ্নিত স্থানে ১১০টি আড়ৎ এবং প্রায় ১৫০ জন সহযোগী ব্যবসায়ী কাজ করছেন, যাঁদের বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে। সেখানে মসজিদ নির্মাণ হলে অন্তত ২০০ পরিবার আর্থিক দুর্দশায় পড়বে।
ইজারাদার ও ব্যবসায়ীরা মসজিদ অন্য স্থানে সরানোর দাবি জানিয়ে বলেন, এটি শুধু একটি বাজার নয়, বরং এ অঞ্চলের অর্থনীতির প্রাণকেন্দ্র, যা স্থানান্তর হলে প্রায় ৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবেন।
চৌগাছার ইউএনও ফারজানা ইসলাম জানান, আদালতের নোটিশ পেয়েছেন এবং ব্যাখ্যা পাঠানো হবে। এ বিষয়ে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।