নিখোঁজ জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক বাড়ি ফিরেছে

Share

ঢাকা টাওয়ার ডেস্ক _

জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান বাসায় ফিরেছেন। রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর  আজ রোববার সকালে তিনি বাসায় ফেরেন। তাঁর পরিবার বলেছে, মুশফিকুর জানিয়েছেন, ভুল করে বাসায় মুঠোফোন রেখে বের হয়েছিলেন। এরপর কুয়াকাটায় ঘুরতে যান। মুঠোফোন না থাকায় যোগাযোগ করতে পারেননি।

এরই আগে গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার পর থেকে মুশফিকুরের কোনো খোঁজ পাচ্ছিল না তাঁর পরিবার। এ ঘটনায় মুশফিকুরের সন্ধান চেয়ে তাঁর পরিবার খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি

মুশফিকুরের ভাই জিয়াউর রহমান আজ প্রথম আলোকে বলেন, ‘টানা তিন দিন (ব্যাংক) বন্ধ পাওয়ায় তিনি (মুশফিকুর) কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন। যাওয়ার সময় ভুল করে মোবাইল ফোন রেখে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার গাড়ি মিস করেছেন, এ জন্য পরদিন ফিরতে পারেননি। শনিবার বিকেলে আমাদের বিষয়টা জানান। এরপর আজ সকালে তিনি বাসায় ফিরে এসেছেন ” একটা ভুল–বোঝাবুঝি হয়েছে ।

 

Read more