সেপ্টেম্বরের মধ্যে বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি

Share

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বসবে বিপিএলের দ্বাদশ আসর। এবার জানা গেল আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে নতুন ফ্র্যাঞ্চাইজি নেবে বিসিবি এবং অক্টোবরের আগে প্লেয়ার্স ড্রাফট হবে না।

বিপিএল গভর্নিং কাউন্সিলে আছেন তিনজন। মাহবুবুল আনামকে প্রধান করে কমিটির সদস্য সচিব করা হয়েছে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমকে। সদস্য হিসাবে আছেন আরেক পরিচালক ফাহিম সিনহা। কাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিপিএল নিয়ে বিস্তারিত জানান মাহবুবুল।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দীর্ঘদিনের কিউরেটর গামিনি ডি সিলভার চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। স্থানীয় কাউকে পেলে তার জায়গায় নতুন কাউকে নেওয়া হতে পারে। স্থানীয় শিক্ষিত কিউরেটর বাড়ানোর চেষ্টা করছে বিসিবি।

কিউরেটর প্রসঙ্গে কাল মাহবুবুল আনাম বলেন, ‘আমরা স্থানীয় কিউরেটর নিতে চাই। কিউরেটরের জন্য যে শিক্ষা দরকার আমাদের সেটা ছিল না। সায়েন্স যত বেশি এগোচ্ছে কিউরেটরদেরও তত বেশি শিখতে হচ্ছে। আমাদের কখনোই সেভাবে শিক্ষিত কিউরেটররা আসেনি।’

তিনি বলেন, ‘আমরা নিজেদের সক্ষমতা বাড়ানোর জন্য একটা প্রক্রিয়ায় আছি। আমরা যদি একজন ভালোমানের কিউরেটর নিজেদের মধ্যে পেয়ে যাই তাহলে বাইরের কিউরেটর নেব না। গামিনি আপাতত আছেনই।’

বিপিএলের গত আসর দিয়ে সব ফ্র্যাঞ্চাইজির চুক্তি শেষ হয়েছে। কাল মাহবুবুল আনাম বলেন, ‘বিভিন্ন পেশাজীবী থেকে গভর্নিং কাউন্সিলে প্রতিনিধি অন্তর্ভুক্ত করব। এটা লিগ্যাল, ফাইন্যান্সিয়াল ও মার্কেটিং বিভাগ থেকে… বাংলাদেশে যারা এ ধরনের কাজ করে থাকেন তাদের আমরা গভর্নিং কাউন্সিলে অন্তর্ভুক্ত করব। বিশ্বের অন্য সব লিগ কীভাবে চলে তা নিয়ে স্টাডি করছি। বোর্ড থেকে কিছু নির্দেশনা পেয়েছি। সেই অনুযায়ী আগামী সপ্তাহের মধ্যে ইভেন্ট ম্যানেজমেন্ট বা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি নেওয়ার জন্য একটা টেন্ডারিং প্রক্রিয়ায় যাব।’

প্লেয়ার্স ড্রাফট কবে নাগাদ হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘অগাস্টের মধ্যে আমরা নতুন ফ্র্যাঞ্চাইজি নেওয়ার প্রক্রিয়া শুরু করব। অক্টোবরের আগে প্লেয়ার্স ড্রাফট হবে না। বিসিবি এখন প্রোডাকশন, ফ্র্যাঞ্চাইজি বা স্পন্সর-কারও সঙ্গে কোনো প্রকার চুক্তিবদ্ধ নয়। তাই এখন একদম বেইজ লেভেল থেকে শুরু করব।’

Read more