বহুল সমালোচিত কেশবপুরের অপসারণকৃত পৌর মেয়র রফিকুল আটক

Share

কেশবপুর যশোর: যশোরের কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি বহুল সমালোচিত রফিকুল ইসলামকে (৫৭) ছাত্র জনতার সহযোগিতায় পুলিশ গ্রেফতার করেছে। বুধবার বেলা ৩টার দিকে পৌরসভার ভবানীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গতবছর ৫ আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর রফিকুল ইসলাম গা ঢাকা দেয়। বুধবার দুপুরের দিকে তার বাড়ি এলাকা কিছু ছাত্র জনতা ঘিরে রাখে। বিষয়টি বুঝতে পেরে সাবেক মেয়র রফিকুল ইসলাম ওই এলাকার আরিফুর রহমান মিলনের বাড়িতে আশ্রয় নেন। ঘটনাটি পুলিশ জানতে পেরে ওই বাড়ি থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, জনগণ রফিকুল ঘিরে রাখে। সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে।

উল্লেখ্য, রফিকুল ইসলাম ২০১৫ সালের ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে প্রথমবার মেয়র নির্বাচিত হন। ঐ নির্বাচনে বিএনপির নেতা চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিনসহ বহু বিএনপির নেতাকর্মীদের বাড়ি ভাংচুর করে ত্রাস সৃষ্টি, কেন্দ্র দখল করে রফিকুল ইসলামের লোকজন বলে অভিযোগ রয়েছে। পরে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচনে ফের আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো তিনি মেয়র নির্বাচিত হন।

Read more