যশোর প্রতিনিধি _
যশোর মেডিকেল কলেজ সন্ধানী ইউনিটের উদ্যোগে নবাগত জে-১৫ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ জুন) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্ধানী যশোর মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি সাব্বির আহমেদ ঐশিক। নবীনবরণ ও রক্তদান কর্মসূচিতে প্রায় ৬০ থেকে ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ডা. শরিফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন ডা. এবিএম দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক ডা. এসএম নাজমুল হক, ডা. এসএম গাজী শরিফ উদ্দীন আহমেদ, ডা. রবিউল ইসলাম তুহিন, ডা. আলাউদ্দীন আল মামুন, ডা. তাহমিদ উর রহমান এবং জুনিয়র কনসালটেন্ট ডা. আহসান কবীর বাপ্পি।
এছাড়া উপস্থিত ছিলেন সন্ধানী ইউনিটের কেন্দ্রীয় প্রতিনিধি শাহনূর শাবাব ও মিতা রাণী টুকু, সাধারণ সম্পাদক আব্দুস সাদিকসহ অন্যান্য সদস্যবৃন্দ।
অতিথিরা নবাগতদের স্বাগত জানিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব ও মানবিকতার বিষয়টি তুলে ধরেন।