যশোরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

Share

যশোর প্রতিনিধি
যশোর-বেনাপোল মহাসড়কের চারাতলা নবীনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় শিহাব সিকদার (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিহাব সিকদার নড়াইল সদর উপজেলার দক্ষিণ নড়াইল গ্রামের বাসিন্দা। তিনি জিল্লু শিকদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিহাব মোটরসাইকেলে করে যশোর-বেনাপোল মহাসড়কে চারাতলা নবীনগর এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এ সময় পিছন থেকে আসা একটি পিকআপ ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
যশোরের নাভারন হাইওয়ে থানা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Read more