রাবিতে শাহবাগবিরোধী মিছিলে বামদের হামলায় আহত ১০ জন

Share

ঢাকা টাওয়ার ডেস্ক —

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাহবাগবিরোধী মিছিলে বামদের হামলায় ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ক্যাম্পাসের পরিবহন চত্বর ও শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে এ ঘটনা ঘটে।

হামলার ঘটনায় দুই পক্ষের প্রায় ১০ জন আহত হওয়ার খবর শোনা গেছে। আহতরা হলেন, শাহবাগবিরোধী ঐক্যমঞ্চের শাহরিয়ার তারিফ, তরিকুল, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম শহীদ ও জি এ সাব্বির ও নওসাজ্জামান (শিবিরের মিডিয়া ও প্রচার সম্পাদক)।

অন্যদিকে বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের আহ্বায়ক তারিক আশরাফ, ছাত্র গণমঞ্চ আহ্বায়ক নাসিম সরকার, ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ কাউসার আহমেদ ও সদস্য আহমেদ ইমতিয়াজ।

শাহবাগবিরোধী ঐক্যমঞ্চের নওসাজ্জামান বলেন, আজকে আমাদের শান্তিপূর্ণ মিছিলে তারা পেছন থেকে মশাল নিয়ে হামলা চালায়। এ ঘটনায় আমি-সহ ৬ জন আহত হয়েছি। এর দায় তাদের নিতে হবে।

এই বিষয়ে ছাত্র ইউনিয়নের সভাপতি (একাংশ) রাকিবুল ইসলাম বলেন, জামায়াত নেতা রাজাকার এটিএম আজহারের দায়মুক্তির বিষয়ে আমরা মশাল মিছিলের আয়োজন করি। এসময় কয়েক দফায় ছাত্রশিবিরের ক্যাডাররা আমাদের উপর আক্রমণ করে।

আরো বলে, এ হামলার নেতৃত্বে ছিল ছাত্রমিশনের সভাপতি ” জি এ সাব্বির ও শিবিরের মিডিয়া ” প্রচার সম্পাদক নওসাজ্জামান এবং ছাত্রশিবিরের বিভিন্ন হলের সভাপতিরা।

রাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বাবু বলেন, রাবিতে ছাত্রশিবিরের নয়, শাহবাগবিরোধী ঐক্যের প্রোগ্রাম ছিল। এটি যেহেতু ঐক্য, সেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন। এরই ধারাবাহিকতায় সেখানে ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেন। হাসিনাকে ফ্যাসিবাদী ও বিচারহীনতার সংস্কৃতি তৈরি করার জন্য ২০১৩ সালে শাহবাগীদের যে ভূমিকা, এটির বিরুদ্ধেই আজকের কর্মসূচি ছিল।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, ‘আমাদের মশালমিছিলে অংশ নেওয়া প্রায় সবাই আহত হয়েছে। তবে চারজন নেতার শরীরে আঘাতের চিহ্ন আছে। চব্বিশ–পরবর্তী সময়ে এ হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ে এর প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টিয়াল বডি ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেছেন।

সেখানে ছাত্র উপদেষ্টাও কাজ করেছেন। এ ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছে। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে।

Read more