নেপালকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

Share

শিরোপা থেকে আর মাত্র এক জয় দূরে দাঁড়িয়ে বাংলাদেশের যুবারা। শুক্রবার (১৬ মে) সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। অবশেষে ম্যাচের ৭৩ মিনিটে কর্নার থেকে ফয়সালের ভাসানো বল দূরের পোস্ট থেকে লাফিয়ে হেড করে জাল কাঁপান আশিকুর।

এর মিনিট সাতেক পর ফয়সাল নিজেই জাল খুঁজে নেন। দুই ফুটবলারকে বোকা বানিয়ে বক্সের ভেতর ফাঁকা জায়গায় ফয়সালের উদ্দেশে বল বাড়ান মানিক। ডান পায়ের ছোঁয়ায় ব্যবধান দ্বিগুণ করেন বাংলাদেশ অধিনায়ক।

শেষদিকে নেপাল একটি গোল শোধ দিলে ম্যাচে উত্তাপ বাড়ে। তবে এক গোলের লিড ধরে রেখে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় গোলাম রব্বানী ছোটনের দল।

টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে রাত ৮টায় মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও মালদ্বীপ। এই ম্যাচের জয়ী দলের সঙ্গে আগামী ১৮ মে ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ।

Read more