যশোরে বোমা সদৃশ্য বস্তু বিস্ফোরণে বৃদ্ধ আহত

Share

যশোরের বাঘারপাড়া উপজেলার জোহরপুর ইউনিয়নের তৈলকূপ গ্রামে বোমা সদৃশ্য বস্তু বিস্ফোরণে মো. জাহা বক্স (৬৫) নামে এক বৃদ্ধ আহত হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত ইজ্জতুল্লাহর ছেলে।

সোমবার সকালে তিনি বাড়ির পাশে একটি টিউবওয়েলের কাছে আম ধোয়ার জন্য গেলে সেখানে পড়ে থাকা লাল রঙের একটি কৌটা দেখতে পান। কৌটাটি নাড়াচাড়া করার পর হঠাৎ সেটি বিস্ফোরিত হয়। এতে তার বাম হাতের দুটি আঙুল কেটে যায় এবং তিনি গুরুতর আহত হন।
পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে যশোরের বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন বিষয়টি শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল খোঁজখবর নেওয়া হচ্ছে।

Read more